ট্রেন দখল জওয়ানদের, বিক্ষোভে যাত্রীরা by ConfirmTicket on 23 September, 2013 - 05:56 AM | ||
---|---|---|
ConfirmTicket | ট্রেন দখল জওয়ানদের, বিক্ষোভে যাত্রীরা on 23 September, 2013 - 05:56 AM | |
ট্রেনের ছ’টি কামরার মধ্যে দু’টি কামরা আরপিএসএফের জওয়ানরা দখল করায় শনিবার ক্ষোভ ছড়াল আসানসোল-হলদিয়া এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে। বাঁকুড়া স্টেশনে নেমে তাঁরা বিক্ষোভ দেখানোয় ৪৫ মিনিট আটকে যায় ট্রেনটি। পরে কিছু যাত্রীকে জওয়ানদের কামরায় ওঠার ব্যবস্থা করার পরে ট্রেনটি রওনা দেয়। বাঁকুড়ার স্টেশন ম্যানেজার বিশ্বনাথ মুদি বলেন, “যাত্রী বিক্ষোভের জেরে ট্রেনটি স্টেশনে আটকে থাকে। ট্রেন চলাচল ব্যাহত হয়নি।” আরপিএফের ৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা খড়্গপুর যাওয়ার জন্য আসানসোল থেকে ওই ট্রেনের দু’টি কামরায় উঠে দরজা বন্ধ করে দিয়ে অন্য যাত্রীদের ওই দু’টি কামরায় উঠতে নিষেধ করেন বলে অভিযোগ। ভিড়ে ঠাসা অন্য কামরাগুলিতে উঠতে বাধ্য হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। আদ্রা স্টেশনে তাঁরা কিছুক্ষণ বিক্ষোভ দেখান। জিআরপি-র বাঁকুড়ার ওসি সুভাষচন্দ্র জানা তাঁদের বোঝান, আগ্নেয়াস্ত্র থাকায় তাঁরা ওই ভাবে যাচ্ছিলেন। পরে কিছু যাত্রীকে ওঠার ব্যবস্থা করলে বিক্ষোভ কমে। |